Wellcome to National Portal
Main Comtent Skiped

চিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

ক্রঃ

সেবাসমূহ

স্থান

সেবাগ্রহীতা

সময়

প্রতিকার বিধানে নিয়োজিত কর্মকর্তা

১।

বয়স্ক ভাতা (সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান)

উপজেলা ও শহর সমাজ সেবা কার্যালয়

৫৬ বছরের উর্দ্ধে

দুঃস্থ, অসচ্ছল পুরম্নষ ও মহিলা

৩ মাস পর পর

 

১। সকল উপজেলা

সমাজসেবা কার্যালয়

 

২। উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়

 

৩। পরিচালক(কার্যক্রম),

সমাজসেবা অধিদপ্তর,

ঢাকা

 

৪। উপ-সচিব(কার্যক্রম),

সমাজ ক্যাণ মন্ত্রণালয়

২।

বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা (সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান)

উপজেলা ও শহর সমাজ সেবা কার্যালয়

বিধবা স্বামী পরিত্যক্তা দুঃস্থ ও অসচ্ছল মহিলা

৩ মাস পর পর

৩।

মুক্তিযোদ্ধা সম্মানীভাতা

উপজেলা সমাজ সেবা কার্যালয়

অসচ্ছল মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধার গরীব বিধবা স্ত্রী

৩ মাস পর পর

৪।

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা

উপজেলা ও শহর সমাজ সেবা কার্যালয়

গরীব প্রতিবন্ধীগণ

৩ মাস পর পর

৫।

প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের উপ-বৃত্তি

উপজেলা ও শহর সমাজ সেবা কার্যালয়

অসচ্ছল প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীবৃন্দ

৩ মাস পর পর

৬।

পলস্নী সমাসেবা কার্যক্রমের আওতাভুক্ত সুদবিহীন ঋণ প্রদান

উপজেলা সমাজসেবা কার্যালয়

পলস্নী এলাকার গরীব ও দুঃস্থ জনগোষ্ঠী

চলমান কার্যক্রম ৩ মাস

৭।

এসিডদগ্ধ মহিলা ও শারিরীক প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম

উপজেলা ও শহর সমাজ সেবা কার্যালয়

এসিডদগ্ধ মহিলা শারিরীক প্রতিবন্ধীগণ

চলমান কার্যক্রম ৩ মাস

৮।

বেসরকারী নিবন্ধীত এতিমখানাসমূহে ক্যাপিটেশন গ্রান্ট প্রদান

সমাজ কল্যাণ মন্ত্রণালয়

নিবন্ধীত বেসরকারী এতিমখানা

স্থানীয় হিসাব রক্ষণ কার্যালয়ের বিল পাশের ৩ কার্যদিবসের মধ্যে

৯।

 প্রতিবন্ধী শনাক্ত করণ জরিপ-২০১৩

প্রতিটি খানায়

প্রতিবন্ধী ব্যক্তিগন

 চলমান।